
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসির) শ্রমিকদের নিয়মিতকরণ, কর্মঘন্টা নিশ্চিত ও ন্যায্য মজুরিসহ ৯ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী করেছে শ্রমিকরা।
রোববার (১৭ আড়স্ট) দুপুরে উপজেলার বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিকরা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয় এবং ঘন্টব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।
এসময় বক্তব্য রাখেন, শ্রমিক সমন্বয়ক রবিউল আলম, শ্রমিক সর্দার মো.সুমনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা।
ব্ক্তাগন বলেন,অবিলম্বে শ্রমিকদের নিয়মিত করতে হবে এবং ২০২৫ সালের করা বৈষম্যমূলক নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের অন্যান্য দাবী হচ্ছে, শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধাণে, কাজের সময় ও পরিমাণ সুনির্দিষ্ট করা, বিনা কারনে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, মৌসুম ভিত্তিক শ্রমিক ব্যবহারের পরিবর্তে সারা বছর কর্মসংস্থান নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য সমান মজুরি নির্ধারণসহ নয় দফা দাবী তুলে ধরেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: