
সূর্য আহমেদ মিঠুন -: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক নাসিক ২ নং ওয়ার্ড মিজমিজি এবং সাহেব পাড়ার ক্যানেল পার মৌচাক টু সাইনবোর্ড নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের লিংক রোড দীর্ঘদিন খানা খন্দে আর ভাঙ্গা চূড়ায় বেহাল দশায় পরিণত হয়েছে । স্থানীয় সূত্রে জানা যায়, এই রোডে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ছোট বড় বিভিন্ন যানবাহন চলাচল করছে। তথ্যসূত্র আরও জানা যায়,, রোগী থেকে শুরু করে সাধারণ চলাচলরত যাত্রীরা বিভিন্ন সময় এই খানা খন্দের বড় বড় গর্তে গাড়ি উল্টে পড়ে গিয়ে বিভিন্ন ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছে। এ বিষয়ে রহিম নামে এক অটোচলক ভুক্তভোগীর সঙ্গে কথা হলে তিনি জানান, তার অটোটি এই রোডের ভাঙ্গা খাদে উল্টে পড়ে যায় এবং যাএী সহ তিনি গুরুতর আহত হন। তার এন্ড্রোয়েড মোবাইল ফোনটি খাদে পড়ে যায় তা আর খুঁজে পাননি। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই রোডে প্রায় সময় কাভার্ড ভ্যান এবং বড় বড় কন্টেইনার গাড়ি চলাচল করে এবং সেই কন্টেইনার গাড়িগুলো মৌচাক স্ট্যান্ডের পাশেই তারা রেখে পার্কিং করে একটা জ্যাম জটের ও সৃষ্টি করে।.
.
নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, মূলত তাদের গাড়িগুলো আসা যাওয়াতে এই রোডের আরও বেহাল দশায় পরিণত হয়েছে। জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ এর সঙ্গে পথচারী, গাড়ি চালক ও যাত্রীগণ সাক্ষাৎকার দেওয়ার সময় জোরালো ভাবে প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছেন, যেন দ্রুত সময়ের মধ্যে মৌচাক টু নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের খানা খন্দে বেহাল দশার লিঙ্ক রোড টি দিকে আন্তরিক সু-দৃষ্টি দিয়ে রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের জন্য চলাচলের উপযোগী করে দিলে চলাচল করা সাধারণ যাএী, বিভিন্ন রোগী, বৃদ্ধ রোগী, গর্ভবতী নারী ও শিশু এবং স্কুল ছাএ ছাএী, সহ সকল সাধারণ মানুষ বিভিন্ন দুর্ঘটনার শিকার থেকে রক্ষা পাবে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: