দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন।
দান সবাই নিজ নিজ এলাকায় এতিম অসহায় ও নিম্ন আয়ের পরিবার কে সাহায্য করুন। আলহামদুলিল্লাহ, আজ #দান_সংগঠন এর সার্বিক সহযোগিতায় অত্র সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মোঃ খোরশেদ আলম এর অর্থায়নে প্রায় ৩৫০+ হতদরিদ্র পরিবারের জন্য রমজান এর উপহার। উপহার সামগ্রীগুলোঃ ১। চাল = ৪ কেজি ২। গুল আলো= ২ কেজি ৩।পেঁয়াজ = ১ কেজি ৪। তৈল = ৫০০ মি.লি ৫। ডাল = ৫০০ গ্রাম ৬। লবণ = ৫০০ গ্রাম। এই উপহার সামগ্রী দান সংগঠন এর স্বেচ্ছাসেবকগণ প্রতিটি হতদরিদ্র পরিবারের ঘরে পৌঁছে দিয়েছে। হে মহান রাব্বুল আল আমিন, আপনি এই খাদ্য সামগ্রীর হাদিয়া কবুল করুন। আমিন।.
আপনার মতামত লিখুন: