• ঢাকা
  • সোমবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তালশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিস্ফোরক মামলায় গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০১ পিএম;
তালশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিস্ফোরক মামলায় গ্রেফতার
তালশহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিস্ফোরক মামলায় গ্রেফতার

​দেশজুড়ে জুলাই বিপ্লবের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলার তালিকায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৈশাইর গ্রামের এনামূল মেম্বার গ্রেফতার হয়েছেন।.

 .

স্থানীয় সূত্রে জানা যায়, ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি এনামূল মেম্বারকে ঘিরে সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, এই মামলাটি জুলাই মাসের শেষ সপ্তাহে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার সহিংসতার সঙ্গে সম্পর্কিত।.

 .

​এনামূল মেম্বার ৭নং ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সম্প্রতি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে শুক্রবার দিবাগত রাতে মৈশাইর গ্রামের নিজ বাড়ি থেকে আশুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।.

​আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এনামূল মেম্বারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় একটি সুনির্দিষ্ট মামলায় ওয়ারেন্ট জারি ছিল।.

তিনি আরও নিশ্চিত করেন, মামলাটি জুলাই মাসের শেষ সপ্তাহে আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে সংঘটিত নৈরাজ্য ও সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত।.

প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির উস্কানি ও আর্থিক সহায়তার অভিযোগ পাওয়া গেছে।.

​এলাকাবাসী এনামূল মেম্বারের গ্রেফতারের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।.

তালশহর ইউনিয়নের বাসিন্দারা সংবাদমাধ্যম'কে জানান,এনামূল সাহেব জনসেবামূলক কাজে যুক্ত ছিলেন।.

তার গ্রেফতারের ঘটনা আমাদের অবাক করেছে।.

 তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে আইনের নিজস্ব গতিতে সকল অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ