ইমরান উদ্দীন: সাইবার নিরাপত্তার জন্য নির্ভর যোগ্য নাম সাংবাদিক হাফেজ আহমদ বলছিলাম জার জন্ম কক্সবাজার টেকনাফে হাফেজ আহমদ সেই কে তার পরিচয় করি ২০০০ সালে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা থেকে কুরআন হাফিজি শেষ করেন এর পর কুমিল্লা চৌদ্দগ্রাম যুক্তকুলা মাদ্রাসার থেকে আলেম শেষ করেন ২০১৩ থেকে বিভিন্ন দেশে ভ্রমণ করা শুরু করেন ছোট বেলা থেকে ইন্টারনেট প্রযুক্তিতে তার ছিলো অসীম আগ্রহ। সেই আগ্রহ থেকে তিনি ইন্টারনেট ব্যাবহার নিয়ে ছিলেন সচেতন। হাফেজ সাইবার যাএা শুরু হয় এক নাটকীয়তার মাধ্যমে।.
.
২০১৬ সালে হাফেজ ফেসবুক আইডি হ্যাকের স্বীকার হয় যেই ফেসবুক আইডি চিলো হাফেজ আহমদ নামে এবং তার ফেসবুক আইডিতে বেশ অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিলো। তখন থেকে হাফেজ দেশের হয়ে কাজ করার চিন্তা করে সর্ব প্রথম যোগ দে ব্লাক সাইবার ৪২০ সাইবার ক্রাইম একজন সোস্যালিস্ট হিসাবে অনলাইন প্লাটফর্ম থেকে মানুষদের সাহায্য করতে তার উদ্যোগ নেয়, ২০২১ সালে খান টিমে যোগ এর পরে আর্মি সাইবার যোগ দেন বর্তমানে Mafia Silent Killer Hacker টিমের সদস্য হিসেবে আছেন ২০১৬ সালে কাজ শিখার আগে একটা গ্রুপ ছিল তুর্কি Mafia নামে টিম যোগ দিয়ে সেইখানে কাজ শিখতে থাকি এরপর নিজেকে দক্ষ করে , অনলাইনে এসে সাধারণ মানুষদের সেবা দেওয়া চালু করলাম কাজের বিনিময়ে সদস্যদের থেকে সামর্থ্য অনুযায়ী কাজ করতাম , এইভাবেই আমি দেশের মাঠিতে বসে আমি আমার দেশের হয়ে কাজ করে যাচ্ছি। ২০১৬ থেকে দেশের অধিকাংশ মানুষ সাইবার সম্পর্কে জ্ঞান কম হাফেজ আহমদ এই বিষয় সচেতনভাবে বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন সেলিব্রিটি রাজনৈতিক ব্যক্তি তাদের সাইবার নিরাপত্তার জন্য হাফেজ আহমদ সরাপ্পন হন। এইভাবে হয়ে উঠেছেন সাইবার নিরাপত্তা এক আস্তার নাম। হাফেজ আহমদ ইচ্ছে আছে একদিন দেশের সবাই সাইবার নিরাপত্তা নিয়ে সচেতন হবে. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: