• ঢাকা
  • বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির ৭দিন ব্যাপী অভিযান শুরু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩১ পিএম;
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির ৭দিন ব্যাপী অভিযান শুরু
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির ৭দিন ব্যাপী অভিযান শুরু

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশন ৭ দিন ব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে। আজ রবিবার ডিএনসিসির ১০টি আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে।.

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা লে. কর্নেল ডা. মো. গোলাম মোস্তফা সারওয়ার বলেন, ডিএনসিসি আওতাধীন এলাকাগুলোতে এডিস মশা নিয়ন্ত্রণে ৭ দিন ব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। ডিএনসিসির দশটি অঞ্চলে দশটি টিম এ অভিযান পরিচালনা করবে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ সময় এডিসের লার্ভা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।.

এর আগে, গতকাল শনিবার রাজধানী আজমপুর এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারে অংশ নিয়ে মেয়র আতিক বলেন, ডিএনসিসি’র ১০টি অঞ্চলে দশটি টিম এই অভিযান পরিচালনা করবে। বাড়িতে এডিসের লার্ভার চাষ করে শাস্তি পাওয়ার চেয়ে লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন। ডেঙ্গু থেকে নিজে সুরক্ষিত থাকুন, পরিবার ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ