
জয়পুরহাট প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচবিবি ও সদর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান। এ সময় তিনি পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।.
.
সাথে ছিলেন জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, সদস্য মনিরুজ্জামান জামান মনির, যুব শক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসাইন, যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও সদস্য সচিব সাংবাদিক গোলাপ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।.
.
মণ্ডপ পরিদর্শনে গিয়ে সম্ভাব্য এমপি প্রার্থী আব্দুল মান্নান বলেন, “দুর্গাপূজা এখন শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মিলনমেলা ও সম্প্রীতির প্রতীক। এখানে এসে আমি দেখেছি—সকলের মাঝে যে ভ্রাতৃত্ব ও ভালোবাসা আছে, তা সত্যিই বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরে। এ উৎসব প্রমাণ করে আমরা বাঙালি জাতি একে অপরের সুখ-দুঃখে পাশে থাকি। আমার রাজনৈতিক লক্ষ্য শুধু ভোট বা ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানো। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলেই আমাদের বাংলাদেশ। তাই আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সামর্থ্য অনুযায়ী সবসময় আপনাদের পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিতেই আমি বিশ্বাস করি।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: