
নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে এক সাবেক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাবেক মহিলা মেম্বার হলেন জাহানারা বেগম, যিনি জাইন্না মেম্বার নামে এলাকায় পরিচিত। তিনি হাজিরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।.
.
.
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৭ বছর ধরে জাহানারা বেগমের বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে তার ঘরে দেহ ব্যবসা চালানো হতো। স্থানীয়রা একাধিকবার নিষেধ করার পরও এসব কর্মকাণ্ড বন্ধ না করায় এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে।.
.
রোববার বিকেলে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারীকে হাতেনাতে আটক করে। তাদের বাড়ি ফেনী জেলায় বলে জানা গেছে। পরে উত্তেজিত জনতা জাইন্নার বসতঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার গণধোলাই থেকে বাঁচতে জাইন্না পালিয়ে যায়।.
খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।.
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে জাইন্না মেম্বারের বাড়িতে যৌন ব্যবসা চলছিল—এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: