• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

একজন আলোকিত মানুষ জনাব মাহবুবুর রশিদ মুন্না


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০০ পিএম;
একজন আলোকিত মানুষ,  জনাব  মাহবুবুর রশিদ মুন্না
একজন আলোকিত মানুষ জনাব মাহবুবুর রশিদ মুন্না
আলোকিত কর্মময় জীবন মানে আলোকিত একজন মানুষ। বলা হয়ে থাকে ব্যবহার আর কর্ম দিয়ে মানুষ চেনা যায় মানুষ দিয়ে ব্যবহার বা কর্ম নয়। দুনিয়া কেবল অস্থায়ী জায়গা যারা এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করে তারা হয় সৎ আন্তরিক। এবং যারা সাদা কে সাদা আর কালোকে কালো বলে তারাই তো আলোকিত মানুষ। বলছিলাম বিআইডব্লিউটিএ ইঞ্জিনিয়ারিং সার্ভেয়ার ডিপার্টমেন্ট অফ শিপিং এর চিফ ইঞ্জিনিয়ার জনাব মাহবুবুর রশিদ মুন্নার কথা।তার আরো একটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে তিনি একজন চলচ্চিত্র নায়ক। তথ্য সূত্রে জানা যায়, তিনি নিজ যোগ্যতায় দর্শকের ভালোবাসায় হয়েছেন পছন্দের চিত্রনায়ক মাহবুবুর রশীদ মুন্না। তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গুলো  হচ্ছে ধূসর  কুয়াশা ও ভাগ্য । মানুষের বাস্তব জীবনে ঘটে যাওয়া  গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নির্মিত  চলচ্চিত্র দুটি তে তার সুন্দর ও সাবলীল অভিনয়ে দর্শক মহলে বেশ প্রশংসা কুরিয়ে ছিলেন। এবং চলচ্চিত্র  দুটি সফলভাবে ব্যবসা করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তথ্যসূত্রে আরও জানা যায়, মাহবুবুর রশিদ মুন্না তিনি শুধু একজন আদর্শবান সরকারি কর্মকর্তা বা চিত্রনায় কি নয়,  তিনি মনুষ্যত্বে গড়া একজন উদার মনের মানবিক মানুষ ও বটে। গেল বছর  বন্যায় ২০২৪ সালে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল। 
 
 
 
তখন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর ও ডিজি মহোদয়ের সহযোগিতায়  জনাব মাহবুবুর রশিদ মুন্না তার নিজ উদ্যোগ সহ  তার স্বেচ্ছাসেবী টিম তৈরি করে ত্রাণ বিতরণে ছুটে যান অসহায় পরিবার গুলোর কাছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে ত্রাণ পৌঁছে দিয়ে তিনি যেন এক মানবিক শান্তি পেয়েছিলেন। জাতীয় নিউজ পোর্টালে ডে নাইট এ নিউজ এর স্টাফ রিপোর্টার সূর্য আহমেদ মিঠুনের সঙ্গে কথপোকথন হলে জনাব মাহবুবুর রশিদ মুন্না বলেন,  মহান আল্লাহ আঠারো হাজার মাখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। 
 
 
আর তাই  মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকতে পাড়া যে কোন মানুষের জন্য একটি চ্যালেঞ্জ। এবং প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু মানুষের মৃত্যু হলেও বেঁচে থাকে তার কর্মময় জীবন। ভালো কর্মের মধ্য দিয়ে যেমন মানুষের মনে বেঁচে থাকা যায় ঠিক তেমনি ওই মানুষগুলোর অন্তর থেকে আবার দোয়াও পাওয়া যায়। তাই ভালো কোন কাজ করতে পারলে নিজের অন্তর নামক বিবেকের মধ্যে অন্যরকম মানবিক শান্তি অনুভব করি এবং আমার প্রতিটি কাজকে সর্বোচ্চ সততা ও আন্তরিকতা এবং এবাদত মনে করে করে থাকি। প্রতিটি ভালো কাজ আমাকে  এক অন‍্য রকম শান্তির অনূভুতি দেয় যা আমি বলে বোঝাতে পারবো না। এবং সব সময় চেষ্টা করবো এভাবেই মানবতার সেবায় কাজ করে যেতে ইনসাআল্লাহ্। তিনি আরো বলেন, জাতীয় নিউজ পোর্টাল ডে-নাইট নিউজ কে অসংখ্য ধন‍্যবাদ জানাই যে,  আপনারা সত‍্য ও সুন্দরের পথে বস্তু নিষ্ঠ সংবাদ পাঠকের জন‍্য প্রচার করে থাকেন। সত‍্য ও সুন্দরের পথে প্রতিটি মানুষ থাকুক এবং মানবতার জয় হোক এটাই মন থেকে চাই।
.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন : স্টাফ রিপোর্টার

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ