• ঢাকা
  • শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ; ০১ আগষ্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

আল কারীম চাইনিজ রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০৫ পিএম;
আল কারীম চাইনিজ রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন
আল কারীম চাইনিজ রেষ্টুরেন্ট এর শুভ উদ্বোধন

রাজধানীর ভাটারা থানাধীন শাহাজাদপুরে জমকালো আয়োজনে আল কারীম চাইনিজ রেষ্টুরেন্ট  শুভ উদ্বোধন হয়েছে। বাংলা খাবারের এক ঐতিহ্যবাহী  আল কারীম রেষ্টরেন্ট ২০২২ ইং শুভ সুচনা  হয় শাহাজাদপুর । আল কারীম  রেষ্টুরেন্ট রাজধানীর গুলশান লেক.বাড্ডা.গুলশান. নতুনবাজার ও খিলবাড়িরটেক  সহ বিভিন্ন এলাকায় গ্রাহকের মন জয় করেছেন সেই সুবার্ধে  গতকাল দুপুরে  আল কারীম  বাংলা রেষ্টুরেন্টের বিপরীত পার্শ্বে  শাহাজাদপুর বাশঁতলা  জমকালো আয়োজনে   আল কারীম চাইনিজ রেষ্টুরেন্ট  উদ্বোধন করেন  জনপ্রিয় অভিনেতা  কাজল আরিফিন অমি. জিয়াউল হক পলাশ  .শিমুল শরমা ।.

 .

এসময় প্রতিষ্ঠানটির  কর্ণধারেরা বলেন যে,  আমরা  গ্রাহকদের  আস্তা - বিশ্বাস   ও ভালবাসা অর্জন করেছি । এ   গ্রাহকদের  আস্তা   - বিশ্বাস   ও ভালবাসাকে আরো সক্রিয় করার জন্য বিশেষ ব্যাবস্থা করা হয়েছে তাহা আমরা বাস্তবে রুপদান করব এসব চিন্তা  চেতনা ধারন করে অতি  শীঘ্রই  নতুন বাজার   স্বপ্নের পার্শ্বে আল - কারীমের আরো একটি শাখা উদ্বোধন হতে চাচ্ছে  তাই আপনাদের দোয়াও ভালবাসা কামনা করছি । অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ইফতে খায়রুল আমিন ,সাদমান মাহমুদ অর্নব, মো: নুরুল ইসলাম ,ইফতিখারুল ইসলাম (রাফি), মো: আল আমিন , তোহিদুল ইসলাম সহ অত্র এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ ও উক্ত প্রতিষ্টানের  কর্মকর্তা  ও কর্মচারী বৃন্দ ।. .

ডে-নাইট-নিউজ / মোঃ রফিকুল ইসলাম

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ