• ঢাকা
  • শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মাঠ পর্যা‌য়ে কাজ কর‌বে দৈ‌নিক ক্রাইম তালা‌শের "তৃতীয় চোখ টিম"


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৯ পিএম;
মাঠ পর্যা‌য়ে কাজ কর‌বে দৈ‌নিক ক্রাইম তালা‌শের "তৃতীয় চোখ টিম"
মাঠ পর্যা‌য়ে কাজ কর‌বে দৈ‌নিক ক্রাইম তালা‌শের "তৃতীয় চোখ টিম"

পি‌রোজপুর প্র‌তি‌নি‌ধি,জ‌হিরুল ইসলাম: সারা দে‌শে এবার মাঠ পর্যায় কাজ কর‌বে দৈ‌নিক ক্রাইম তালা‌শের "তৃতীয় চোখ টিম" ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা,বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল।সেই পথের পথিক হয়ে আজ সকলের আস্থার প্রতীক"দৈনিক ক্রাইম তালাশ"সত্যের পথে প্রতিদিন এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে মোট ৩০০সংবাদকর্মী নিয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।.

দেশের অন্যতম অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন পএিকা দৈনিক ক্রাইম তালাশ সমান তালে এগিয়ে যাচ্ছে। জানা যায়,২০২২ এর প্রথম দিকে মাত্র ৫জন সংবাদকর্মী  নিয়ে কাজ শুরু করেছিলেন দৈনিক ক্রাইম তালাশ। বস্তুনিষ্ট সংবাদ ও ন্যায়ের পক্ষে থাকায় খুব দ্রুত দেশের প্রায় সংখ্যক পাঠকগণের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে এই গণমাধ্যমটি। নাম ও কাজের দক্ষতায় বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় সততার সাথে কাজ করে যাচ্ছে এই টিমের প্রায় তিন শতাধিকের বেশি সাংবাদিকগণ। দৈনিক ক্রাইম তালাশ এর প্রকাশক ও সম্পাদক মাহামুদুল কবির নয়নের কাছে জানতে চাইলে তিনি জানান,নিজের শ্রম ও প্রতিটি প্রতিনিধির ভালোবাসাই আজ এই পর্যন্ত এসেছি।প্রথম অবস্থায় অনেক কুচক্রী মহল ক্ষতি করতে চেয়েছিলো দৈনিক ক্রাইম তালাশের। কিন্তুু এখন আর কোন চক্রান্ত আমাদের কিছুই মনে হয় না। কারন এখন লক্ষ্য লক্ষ্য পাঠকগণের ভালোবাসা রয়েছে আমাদের প্রতি আমাদের নিউজ পোর্টালের প্রতি। তিনি আরও জানান,সুনামের সাথে ও দেশের সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরা আমাদের মূল লক্ষ্য। আমরা দেশকে ভালোবাসি ও দেশের মানুষকে তাই দেশের সেবা করাটা আমাদের অনুপ্রেরণা দেয়। আমরা সর্বদা দেশের আইন মেনে চলার চেষ্টা করে সামনের দিকে এভাবে এগিয়ে যেতে চাই, কারণ বর্তমানে আইনের উর্ধে কিছু নয়। আমাদের বর্তমান টার্গেট দেশের মূল ধারার সাংবাদিকদের নিয়ে কাজ করা ও হলুদ সাংবাদিকদের প্রতিহত করা। তারই পরিপেক্ষিতে দৈনিক ক্রাইম তালাশের সম্পাদকের তত্ত্বাবধানে,ও খোন্দকার মোজাপ্ফার হুসাইনের পরিচালনায় দৈনিক ক্রাইম তালাশের আরো একটি অংশ হিসেবে "তৃতীয় চোখ" কাজ শুরু করতে চলেছে।.

 .

সংবাদপত্র হলো দেশের চতুর্থ স্তম্ভ। তাই সংবাদপত্র ও সাংবাদিকের ভূমিকা রাষ্ট্রের কাছে অতীব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাংবাদিকতার একটি বড় অংশ কাজ করে দেশের আনাচে-কানাচে তথা মফস্বলে। মফস্বল সাংবাদিকদের পদবীর দিক থেকে জেলা ও উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়। গোটা দেশের সুখ-দুঃখের কথা বা সীমান্ত এলাকা দিয়ে কিভাবে মাদক ঢুকছে ও বিএসএফ কিভাবে বাংলাদেশিকে গুলি করে মারছে, নদী ভাঙ্গনে কত পরিবার নিঃস্ব হয়েছে, থানা বা সেবামূলক সরকারি প্রতিষ্ঠনে যখন ঘুষ ছাড়া কাজ হয়না অথবা নিরীহ পরিবারের কিশোরীটি প্রভাবশালী লম্পট কর্তৃক ধর্ষিত হয়ে বিচারের আশায় ধারে ধারে ঘুরেও যখন বিচার পায়না এসব খবরই বেশি করে থাকে জেলা ও উপজেলা প্রতিনিধিরা। তাই মফস্বল সাংবাদিকদের গুরুত্ব অস্বীকার করা যাবেনা।.

 .

মফস্বল সাংবাদিক সহ সারা বাংলাদেশে একটি শক্তিশালী টিম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করবে এই টিম।  তৃতীয় চোখ টিমের পরিচালক খোন্দকার মোজাপ্ফার হুসাইনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন  সকল তথ্য উপাত্ত খুজে বের করতে কাজ করবে আমাদের দৈনিক ক্রাইম তালাশের মাঠ পর্যায়ের সকল প্রতিনিধি। .

সেটি বিশ্লেষণ করে জনসম্মুখে তুলে ধরবে। আমাদের তৃতীয় চোখ স্পেশাল টিমের সদস্যরা আপাতত আমাদের স্পেশাল টিমে সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে কাজ করবেন.

 .

শেখ আলী আকবর সম্রাট, .

মোঃ মতিন গাজী .

মোঃ হেলাল উদ্দিন .

কে,এম,মোজাপ্ফার হুসাইন .

এবং সারা বাংলাদেশের দৈনিক ক্রাইম তালাশের স্পেশাল টিমের সদস্যরা।.

 .

এই টিমের উদ্দেশ্য হচ্ছে মাদক অন্যায় অপরাধ সকল প্রকার দূর্নীতি ও গোপন বা লুকিয়ে রাখা তথ্য মানুষের সামনে তুলে ধরা। সাধারণত ক্ষমতাবান কেউ ইচ্ছাকৃতভাবে এসব তথ্য গোপন রাখে; কখনো হয়তো-বা বিপুল ও বিশৃঙ্খলভাবে ছড়িয়ে থাকা তথ্যের মধ্যে লুকিয়ে থাকে, .

 এই তথ্য গুলি জনসম্মুখে তুলে ধরাই এই টিমের মূল লক্ষ্য। .

সম্পাদক মহোদয় ও তৃতীয় চোখ অনুষ্ঠানের পরিচালক, .

মাননীয় প্রধানমন্ত্রী সকল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী সহ দৈনিক ক্রাইম তালাশের পাঠক সহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ