সিলেটের বিশ্বনাথে আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী, ডরসেট আওয়ামীলীগের অন্যতম সদস্য, উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস ও সময় সিলেট অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদের ব্যবস্থাপনায় খাজাঞ্চি ইউনিয়নের পশ্চিম পাহাড় পুর-ঘাসিগাঁও রাস্তায় ”আধারে আলো দান" প্রকল্প -২ এর অধীনে বৈদ্যুতিক সোলার (স্টিট লাইট) স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। .
আজ ৯ ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পশ্চিম পাহাড় পুরের ফুলচন্ডি প্রাঃ বিদ্যালয় হলে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। .
ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব তেরা মিয়ার সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান আসাদ। সাবেক ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ এর ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান আসাদ বলেন; সমাজ সেবায় অবধানের জন্য অত্র এলাকায় এই ট্রাস্ট একটি ব্যান্ডে রূপান্তরিত হয়েছে। সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের এমন মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার হতদরিদ্র জনগোষ্ঠী মাঝে সেবামূলক ত্রাণ বিতরণ, সেলাই মেশিন, টিউবওয়েল, বিবাহ সহায়তা, শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, গৃহ নির্মাণ সহায়তার যেসকল কাজ করে যাচ্ছে তা অন্যান্য প্রবাসীদের জন্য এবং দেশের সম্পদশালী ব্যক্তিদের জন্য অনুকরনীয় দৃষ্টান্ত। সরকারের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী সেলিমের মত সবার এগিয়ে আসা সময়ের দাবী। প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে আজকের সোলার লাইট স্থাপনের কাজ এলাকাবাসীর জন্য আর্শীবাদ। এই ধারাবাহিকতা চলমান থাকুক এমটাই কামনা করি। .
ট্রাস্টের যুগ্ম সচিব শাহ সিদ্দিকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী।.
অন্যান্যের বক্তব্য রাখেন, ফুলচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মানিক, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, ট্রাস্টের আহবায়ক দৈনিক সোনালী সিলেট এর স্টাফ রিপোর্টার মুহাম্মদ সায়েস্তা মিয়া,।.
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সমুজ আলী,দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের ছালাহ আহমদ, আফতাব আলী, সংগঠক খালেদুর রহমান লাকি, ট্রাস্টের সদস্য শামীম আহমদ, ইরন মিয়া, মামুন আহমদ, রাজন আহমদ, আব্দুল মুতলিব,পারভেজ আহমদ,ফয়ছল, সালমান সাংবাদিক সমুজ আহমদ সায়মন, আহমদ, রাহাত আহমদ, রুহুল আমিন, হাবিব আহমদ, শামীম প্রমূখ। .
শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব শাহ আজিজুর রহমান মনর। পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল হালিম।. .
ডে-নাইট-নিউজ / মুহাম্মদ সায়েস্তা মিয়াঃ
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
								
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
                    											  			
									
আপনার মতামত লিখুন: