• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না : রেলমন্ত্রী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০১ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:০১ পিএম;
ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না : রেলমন্ত্রী
ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না : রেলমন্ত্রী

‘ট্রেন কখ‌নো কাউকে ধাক্কা দেয় না। ট্রেনকে কেউ যদি ধাক্কা দি‌য়ে দুর্ঘটনা ঘটায়, এ দায় কি রে‌লের? ট্রেন তো নি‌জের পথে চলে। অন্যরা রে‌ললাইনের ওপর দি‌য়ে রাস্তা তৈরি ক‌রে চলাচল করে। তাহলে তাদের দা‌য়িত্ব, জনগণকে নিরাপত্তা দেওয়া।’.

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ রেল স্টেশনে বঙ্গবন্ধু শেখ মু‌জিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেশব্যাপী প্রদর্শ‌নের সূচনা উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এসব কথা ব‌লেন। .

মন্ত্রী ব‌লেন, অন্যের নিরাপত্তার জন্য রেলে গেট দেওয়া হয় না। রেলকে কেউ যাতে অনিরাপদ করতে না পা‌রে; রেলের নিরাপত্তার জন্যই গেট দেওয়া হয়। যারা রে‌ললাইনের ওপর দি‌য়ে চলাচল ক‌রে, তাদের উচিত নিরাপত্তার ব্যবস্থা করা।.

তিনি বলেন, ট্রেন যখন চলে, তখন ১৪৪ ধারা জা‌রি থাকে। ১৪৪ ধারা অমান্য ক‌রে কেউ য‌দি লাইনে উঠে যায়; তাহ‌লে অপরাধ তার, ট্রেনের নয়।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ