 
             
			
          .webp) 
 লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া এলাকার সামাজিক প্রতিষ্ঠান আলোর দিশারী সমাজ সেবা সংগঠন। মোঙ্গলবার দুপুরে জেলার কমলনগরের বন্যা দুর্গত এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।.
সংগঠনের প্রধান সমন্বয়ক জনাব মফিজুল ইসলাম পাটোয়ারী তত্ত্বাবধানে আকানিয়া গ্রামের সকল শ্রেণির লোক, সদস্য ও প্রবাসীদের সম্মিলিত সহায়তায় ত্রান তহবিল করা হয়। .
.
এসময় দুইশত ৩০টি পরিবারের মাঝে চিড়ামুড়ি, বিস্কুট, গুড়, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইনসহ মোট ১১প্রকার সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ হাতে পেয়ে বানবাসী মানুষ সংগঠনের কল্যান ও বিতরণকারীদের জন্য দোয়া করেন।.
.
উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক প্রফেসর ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম প্রধান, সদস্য জনাব আবিদ পাটোয়ারী, সাকিব, আব্দুল্লাহ, ইয়াছিন প্রমুখ।. .
ডে-নাইট-নিউজ /
.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								.webp) 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
								 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									.webp) 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									 
                    											  			
									
আপনার মতামত লিখুন: