• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে আগাম আলু চাষের ধুম


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৩:৫৫ পিএম;
ফুলবাড়ীতে আগাম আলু চাষের ধুম
ফুলবাড়ীতে আগাম আলু চাষের ধুম

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আগাম আলু চাষের ধুম পড়েছে। গত বছর বেশি লাভ পাওয়ায় এবার উপজেলার কৃষকেরা আলু চাষে ঝুঁকে পড়েছেন।
    উপজেলার দৌলতপুর, খয়েরবাড়ী, শিবনগরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, হলে-ার, রোমানা, সাদা ও লাল পাটনাই জাতের আলু আগাম লাগানোর কাজ শুরু হয়েছে। এ জন্য জমি তৈরিসহ সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কৃষকদের মতে ইতোমধ্যে উপজেলার প্রায় ২৫ ভাগ জমিতে আলু লাগানো সম্পন্ন হয়েছে। 
    খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের কৃষক আজিবর সরকার এবার ৭৮ শতক জমিতে আগাম আতের আলু লাগিয়েছেন। তিনি বলেন, গতবার ধান কাটার পর আগাম ৪০ শতক জমিতে আলু লাগিয়ে প্রায় অর্ধেক লাভ পেয়েছেন। সে জন্য এবার আরো বেশি করে জমিতে আগে ভাগে আলু লাগিয়েছেন। 
    দৌলতপুর ইউনিয়নের কৃষক আকবর হোসেন বলেন, ভারী বৃষ্টিপাত হলেও আলু খেতের ক্ষতি হয় না। তাই আগাম আলু চাষে কোনো ভয় থাকে না। এবার আমি নিজেও প্রায় তিন একর জমিতে আলু লাগিয়েছি।
    এই এলাকার কৃষক গমন চন্দ্র মহন্ত বলেন, এখানকার মাটিতে সব আবাদ ভালো হয়। আলু, মরিচ, পেঁয়াজ, ধান, ফুলকপি, বাঁধা কপি, পটল, বরবটি, মূলা এই ফসলগুলো ভালো হয়। এখন লাগানো আলু আগাম বাজারে উঠবে। বাজারে তখন দামও ভালো থাকবে। 
    ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার বলেন, এখনো পুরোদমে আগাম জাতের আলু লাগানো শুরু হয়নি। তবে যারা এখন জমিতে আলু লাগাচ্ছেন, তা ৭০-৭৫ দিনের মধ্যে তুলে বাজারে বিক্রি করতে পারবেন। মৌসুমের শুরুতে নতুন আলুর চাহিদা থাকায় এমনিতে বাজারে দাম চড়া থাকে। তাই কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকে পড়েছেন। ধারণা করা হচ্ছে, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হবে। মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানে আমরা তৎপর রয়েছি।
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ